মনোয়ার পারভেজ
সারাদেশের ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। এবং ইতিমধ্যে বিএনএমসি ও মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও প্রদান করেছে। তাতেও কোনো সুরাহা না পেয়ে তাদেরকে বাধ্য হয়েই আন্দোলনের মতো কর্মসূচিতে আসতে হয়েছে।
তাদের দাবিটা কী? ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রী সমমান মর্যাদা। এই দাবিটা চাইতেই পারে, এবং অনেকাংশেই যৌক্তিক বলে মনে হবে। কারণ, তাদের এখানে ভর্তি হতে এইচএসসি পাশ করে তারপর ভর্তি পরিক্ষায় যোগ্যতার মধ্য দিয়ে কেউ সরকারি, আর কেউ প্রাইভেট কলেজ গুলোতে ভর্তি হচ্ছে। প্রাইভেটও যারা তাদেরকেও ভর্তি পরীক্ষায় নূন্যতম একটা মার্ক নিয়ে এসে ভর্তি হতে। সুতরাং ভর্তির যোগ্যতা সম্পূর্ণ করেই তাদের এখানে আসতে হয়েছে। এবং অনেকে এটাকে সম্পূর্ণ কারিগরি কোর্স বলে মনে করেন। কিন্তু এখানেও তিন বছর থিওরিটিক্যাল পড়াশোনা করতে হয় অন্যান্যদের মতো। পাশাপাশি ক্লিনিকাল প্রেক্টিস করতে হয় আরও ছয় মাস। এদিকে বাংলাদেশে সাধারণত যাদেরকে ডিগ্রি সমমান মর্যাদা দেওয়া হয় তাদের ক্ষেত্রেও একই যোগ্যতায় ডিগ্রি কোর্সে নেওয়া হয়। অর্থাৎ তাদেরকেও এইচএসসি পাশ করে আসতে হয়। এমন তো নয় যে, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা এসএসসি পাশ করে কোর্স করতে আসছে। তাহলে তাদের কেন বৈষম্যের মধ্যে রাখা হবে?
এখন আসি বাস্তবিক প্রেক্ষাপটের আলাপে। হয়ত বিষয়টি সহজেই চালু করা সম্ভব নয়। এর জন্য কিছু ধাপ ও প্রক্রিয়ার পরিবর্তনের প্রয়োজন আছে। তারা যেহেতু দাবিটি উত্থাপন করে আসছে, তাই তাদের সাথে আলোচনা সাপেক্ষে কিভাবে কী করতে হবে, না হবে - সেসব বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অধীনে বিষয়টি দ্রুত সুরাহা করা উচিৎ।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com