
নিজস্ব প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে সিলেটে প্রতীকী অনশন করেছেন শিক্ষার্থীরা।
কুয়েট শিক্ষার্থীদের চলমান আমরণ অনশনের সাথে একাত্মতা জানিয়ে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপাচার্যের পদত্যাগ দাবিসহ দোষীদের বিচারের দাবি জানান।
কর্মসূচিতে সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মালেকা খাতুন সারা বলেন, ‘কুয়েটে ফেব্রুয়ারির হামলার কোনো সুষ্ঠু বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ দেওয়ার প্রতিবাদে আমরা কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা জুলাই পরবর্তী সময়ে যেকোনো প্রতিষ্ঠানে কোনো সৈরাচারকে দেখতে চাই না। সাধারণ শিক্ষার্থীদের এক দফা দাবি ভিসির পদত্যাগ, এখানে কোনো নেগোসিয়েশনের প্রয়োজনীয়তা আমরা দেখি না। সুতরাং এক দফা বাস্তবায়নে আমরা অন্তর্বর্তী সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই।’
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেদিন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। শিক্ষার্থীদের দাবি, ওই মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করে। তবে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির হামলা করেছে।
পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস বর্জন করে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ, ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন। গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে ছয় দফা দাবি লিখিতভাবে জমা দেন। পরে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের সিন্ডিকেট সভায় অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।