মহসিন রনি
সিলেট টেস্টের তৃতীয় দিনে সফরকারীদের লক্ষ্য ছুড়ে দেয়ার জন্য ব্যাট করছে টাইগাররা।
বৃষ্টির পর দুপুর একটায় খেলা শুরু হওয়ার পরপরই বাংলাদেশ মূল্যবান একটি উইকেট হারায়। যেখানে ব্লেসিং মুজরব্বানির আঘাতে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তবে মুমিনুলকে সাথে নিয়ে উইকেটে বেশ চড়াও হয়েছেন নাজমুল হাসান শান্ত।
প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে মাঠে বেশ আত্নবিশ্বাসী দেখা গেছে টাইগার অধিনায়কদের। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত মুমিনুল হক ২৩ ও শান্ত ২৬ রানে অপরাজিত আছেন।
এর আগে, গতকাল টাইগাররা ২৫ রানে পিছিয়ে ছিলো। আজকে সকালের সেশন গুরুত্বপূর্ণ ছিলো টাইগারদের জন্য। কিন্তু বৃষ্টি বাধায় একটি সেশন হাতছাড়া হয়েছে টাইগারদের। যদিও এখনো ঘুরে দাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ও গতকাল ধারণা করা হয়েছিলো আজকের দিনটি গুরুত্বপূর্ণ দর্শক সমাগম বাড়তে পারে তবে আগের মতো দর্শকদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com