• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

১৯১ রানে অল আউট বাংলাদেশ

The Wall News.Com
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫
১৯১ রানে অল আউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক 


সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতাই পূঁজি বাংলাদেশ দলের। টস জিতে ব্যাট করা কিংবা বৃষ্টির বাগড়াই নয়, শান্ত-মমিনুলের ব্যাট ছাড়া কারো ব্যাটই হাসেনি সিলেটের মাঠে। ফলে ১৯১ রানেই অলআউট হয়ে দিন পার করল টাইগাররা। দিনশেষে মমিনুল হকের ১০০ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য কিছুই অর্জন করেনি বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির চোখরাঙানির মধ্যেই টস জিতে বাংলাদেশ। শান্ত সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। মাঠে নেমে শুরুটা দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানের বদলে সুযোগ পাওয়া মাহমুদুল হাসান জয়। সিলেট জেলা ট্যুর প্যাকেজ

উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৩১ রান। বোলিংয়ে এসেই এই জুটি ভাঙেন ভিক্টর নিয়াউচি। নবম ওভারের চতুর্থ বলে টাইমিং ঠিকঠাক করতে না পেরে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ১২ রান আসে তার ব্যাট থেকে। নিজের পরের ওভারে জয়কেও তুলে নেন নিয়াউচি। তার বল উইকেটরক্ষকের হাতে তুলে দিয়ে ১৪ রানে ফেরেন বাংলাদেশি ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পর মমিনুলের সঙ্গে ফিফটি রানের জুটি গড়ে লাঞ্চে যান শান্ত। লাঞ্চের পর জুটিটি যায় ৬৬ রান পর্যন্ত। শান্তকে বিদায় করে এই জুটি ভেঙে দেন ব্লেসিং মুজারাবানি। অফ স্টাম্পের বাইরে দেওয়া বল বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরেন ৬৯ বলে ৪০ রান করে। পাঁচে নামা মুশফিক কিছুক্ষণ সময় নেন। এরপর মাসাকাদজার বল সহজেই ক্যাচ তুলে দিলেন বেনেটের হাতে। ফেরেন ৪ রান করে।

একপ্রান্ত আগলে লড়তে থাকা মমিনুল ১০০ বলে তুলে নেন ফিফটি। এক বল পরে মারেন ছক্কাও। তবে তার রান এই পর্যন্তই। মাসাকাদজার বল মিডউইকেটে ক্যাচ দেন মাধেভেরের হাতে। ফেরেন ১০৫ বলে ৫৬ রান করে। সাতে নামা মিরাজের স্থায়িত্ব হয় স্রেফ ৪ বল। মুজারাবানির বাউন্স করা বল নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যাটে লেগে তালুবন্দি হয় উইকেটরক্ষকের।

মিরাজের মতো দ্রুত উইকেট হারান তাইজুল ইসলামও। মাসাকাদজার বল উইকেটরক্ষকের হাতে তুলে দিয়ে ৩ রানে ফেরেন সাজঘরে। হাসান মাহমুদ নেমে কিছুক্ষণ থিতু হন। তবে মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরেন ১৯ রানেই। লড়তে থাকা জাকের আলি অনিককে (২৮) শেষ দিকে তুলে নেন মাধেভেরে। একই ওভারে নাহিদ রানা বোল্ড হলে গুটিয়ে যায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন মুজারাবানি ও মাসাকাদজা। দুটি করে উইকেট নেন নিয়াউচি ও মাধেবেরে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১/১০ (খালেদ ০*; সাদমান ১২, জয় ১৪, শান্ত ৪০, মুশফিক ৪, মুমিনুল ৫৬, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, জাকের ২৮, নাহিদ ০)