সংবাদ বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সেনাবাহিনীর নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখা। রোববার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগরের দপ্তর সম্পাদক নিপা আক্তার অজান্তা।
যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি তানজিনা বেগম ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার বলেন, '২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর পর থেকেই সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নানাবিধ সংকটে জর্জরিত। ২০২৩ সালে কলেজটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হলেও এখনো হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। অথচ অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও ৫০০ শয্যার হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস ও হাতে-কলমে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।'
নেতৃদ্বয় বলেন, 'শিক্ষার্থীরা জুনের মধ্যেই হাসপাতাল চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতকরণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা সদর হাসপাতালে সপ্তাহে ছয়দিন ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অন্তত তিনটি বাসের ব্যবস্থা করাও জরুরি দাবি হিসেবে উঠে এসেছে।'
তারা আরও বলেন, 'মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ শিক্ষায় হাতে-কলমে শিক্ষার অভাব শুধু শিক্ষার্থীদের সংকট নয়—এটি পুরো সমাজের স্বাস্থ্য সেবার ভবিষ্যতের জন্য হুমকি। এই ন্যায্য ও জনগুরুত্বপূর্ণ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে, সেখানে সেনাবাহিনীর লাঠিচার্জ ও হকিস্টিক দিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের উপর আক্রমণ নিঃসন্দেহে একটি স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থার নগ্ন বহিঃপ্রকাশ।'
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, 'এর আগেও শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে, কুমিল্লা পলিটেকনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলনে সেনাবাহিনী একই কায়দায় হামলা চালিয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে যেভাবে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, আজ আবারও সেই দমন-পীড়ন সামরিক মোড়কে ফিরে আসছে।'
বিবৃতির শেষে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখা অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং এই দমন-পীড়নের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com