
সংবাদ বিজ্ঞপ্তি
বিয়ানীবাজারের হুমায়রা ওয়াদুদ প্রাথমিক শিক্ষা পদক ২০২৫- এ বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার শ্রেষ্ঠ কাব স্কাউট শিশু (বালিকা) নির্বাচিত হয়েছে।
হুমায়রা বিয়ানীবাজারের নয়াগ্রাম -২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল এর কাব স্কাউট শিশু। তার বাবা মো. আব্দুল ওয়াদুদ একজন শিক্ষক ও সহকারী স্কাউটস লিডার ট্রেনার।
এর আগে সে ২০২৩ সালে কাব স্কাউট শাখার সর্বোচ্চ এ্যাওয়ার্ড শাপলা কাব এ্যাওয়ার্ড পেয়েছে।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিশু নির্বাচিত হবার লক্ষ্যে একধাপ এগিয়ে যাওয়ায় হুমায়রার পরিবার গর্বিত। সে বড় হয়ে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা সর্বোপরি একজন ভাল মানুষ হতে চায়।