মশা একটি সাধারণ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কীট। এদের কামড়ে শুধু অস্বস্তিই হয় না, বরং এটি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগের বাহক হিসেবেও কাজ করে। তাই মশার কামড় থেকে বাঁচা শুধু আরাম নয়, স্বাস্থ্য রক্ষার জন্যও জরুরি।
মশার কামড় থেকে বাঁচার উপায়
মশার কামড় থেকে বাঁচতে হলে আমাদের দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তুলতে হবে। প্রাকৃতিক ও রাসায়নিক উভয় ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমরা পরিবার এবং সমাজকে মশাবাহিত রোগ থেকে নিরাপদ রাখতে পারি।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com