তাওহীদ রহমান
বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স বলেছেন, ওয়াইটওয়াশ নিয়ে ভাবছি না, আপাতত ফোকাস সিলেট টেস্ট। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজকে সামনে রেখে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভালো উইকেটের চাওয়া ব্যক্ত করে সিমন্স বলেন, আমাদের পরিকল্পনা হলো ভালো উইকেট বানানো এবং টেস্ট দলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেভাবেই খেলার চেষ্টা করা। আমার মনে হয় না জিম্বাবুয়ের জন্য আমাদের স্পিনবান্ধব উইকেট বানানোর প্রয়োজন আছে। আমরা ভালো উইকেটে খেলেই ম্যাচ জিততে চাই।
কোচ জানান, উইকেট দেখে তার শক্ত এবং ভালো মনে হয়েছে এবং স্পিন বা পেস নির্দিষ্ট উইকেট নিয়ে কোনো আলোচনা হয়নি।
মুশফিকুর রহিমের কথা উল্লেখ করে তিনি বলেন, মুশফিক গত ম্যাচ গুলোতে ফর্মে ছিলো সে দেশের জন্য অনেক করেছে শুধু সে না মাহমুদউল্লাহ রিয়াদেরও অনেক ভুমিকা আছে। আশা করি মুশফিক সেই ধারাবাহিকতা ধরে রাখবে। জিম্বাবুয়ে দলেও বেশ কিছু তারকা ক্রিকেটাররা আছে। তবে আমাদের বোলিং লাইন আপে নাহিদ রানা খালেদ ও সাকিবদের নিয়ে সাজিয়েছি।
এর আগে, সকালে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল তবে বৃষ্টির কারণে কিচ্ছুক্ষণ টাইগারদের অনুশীলন বন্ধ ছিলো। বৃষ্টি থামার পর আবারো পুরো ধমে প্রস্তুতি সেরেছেন ক্রিকেটাররা, যেখানে নেটে টাইগারদের ঘাম ঝরাতে দেখা গেছে।
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি লাক্কাতুরা চা বাগান ঘেরা সিলেটে। ২০ এপ্রিল শুরু হবে এই টেস্ট। পরের ম্যাচটি ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com