
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মোটরসাইকেলের চেইনে বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাহমিনা বেগম (১৭) নামের এক দাখিল পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাহমিনা নিজবাড়ী থেকে আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সততা নিশ্চিত করেছেন আহত তাহমিনার চাচা সাইফুল মিয়া।
আহত পরীক্ষার্থী তাহমিনা বেগম পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সেবুল মিয়ার মেয়ে। সে দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাখিল পরীক্ষায় অংশ নিতে ভগ্নিপতির সাথে মোটরসাইকালযোগে রওনা দিয়েছিলেন তাহমিনা বেগম।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পথ ধরে যাওয়ার সময় পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলের চেইনের সাথে বোরকা পেছিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।