
নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
রবিবার বিকালে সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দলটির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি আলু, ৫কেজি পেঁয়াজ, ২লিটার তেল ৫ কেজি চাল ও ১কেজি ডাল।
খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমি কথা দিচ্ছি, দেশ এবং বিদেশে থাকা আমার পরিচিতজন ও রাজনৈতিক সহকর্মীদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। সেই সাথে সলফ গ্রাম, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সকল বিত্তবান দেশ ও প্রবাসের বাসিন্দাসহ দেশের সকলের কাছে উদাত্ত আহ্বান করছি যে, আপনারা যদি সামান্য করে হলেও তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ান তাহলে তারা হয় তো কিছুটা স্বস্তি পাবেন। আশা করছি সকলেই তাদের পাশে দাঁড়াবেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, প্রবীণ মুরব্বি আবদুল মকসুদ, বিএনপি নেতা মুহিবুর রহমান মবু, দোলেন আহমদ, আজাদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, যুবদল নেতা জুনেদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য আবদুল বাসিত, যুবদল নেতা কুতুব মিয়া, নাজমুল হোসেন, ইয়াকুব মিয়া, নূর আহমদ মনাই, নাজমুল হোসেন, কামরান খান, আবাব মিয়া, দিলোয়ার হোসেন, আকুল মিয়া ও ছাত্রদল নেতা মারজান খান প্রমুখ।