
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডান-হাতি ব্যাটার ও অধিনায়ক নিগার সুলতানা। গতকাল নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে সেঞ্চুরি করেন নিগার। এতে ভেঙ্গে যায় ফারজানা হকের রেকর্ড।
২০২৩ সালের জুলাইয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফারজানা। এত দিন নারীদের ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম সেঞ্চুরি ছিল। ২১ মাস পর ফারজানার রেকর্ড ভেঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন নিগার।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১১৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন নিগার।
ইনিংসের শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তিনি।
৪৫ বল খেলে ৮ চারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নিগার। পরের ৫০ রান করতে ৩৩ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ফলে ৭৮ বলেই সেঞ্চুরি তুলে নেন নিগার।
ইনিংসের শেষ বলে আউট হবার আগে ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার। ৫৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন তিনি।
এর আগে ফারজানা করেছেন ২টি সেঞ্চুরি।
নারীদের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। ২০১২ সালে নর্থ সিডনি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ব্যাটার।
নিগারের সেঞ্চুরির পাশাপাশি শারমিন আকতার অপরাজিত ৯৪ ও ফারজানা ৫৩ রান করেন। এতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।