নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, 'অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে কাল ক্ষেপণ করছেন। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় একটি নির্বাচিত সরকার না এলে দেশ কখনোই এগিয়ে যাবে না। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই সংস্কার সংস্কার না করে যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন দিন। দ্রুত নির্বাচন দিয়ে দেশবিরোধী চলমান ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করুন।'
সোমবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ একটি কারাগারের মধ্যে বসবাস করেছে। কথা বলতে পারেনি। ভোট দিতে পারেনি। ইফতার মাহফিল তো দুর, ঠিকমত খুতবা দিতে পারেনি। ওয়াজ মাহফিল করতে পারিনি। স্বাধীনতা বলতে কিছুই ছিলো না। জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অগণতান্ত্রিক, মাফিয়া সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষ মুক্ত হয়েছে। তারেক রহমান প্রবাসে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমরা যে বিজয় পেয়েছি তা আংশিক বিজয়। যেদিন একটি সুষ্ঠু ও অবাদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে সেদিন হবে আমাদের পূর্ণাঙ্গ বিজয়।
নির্বাচনী আসন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নিয়ে তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসনের মানুষ যদি আমাকে সংসদে পাঠান তাহলে শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষকে শান্তিতে রাখতে যা যা করণীয় আমি তা তা করবো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করবো। প্রয়োজনীয় উন্নয়নে সর্বাধিক ভূমিকা রাখব।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ।
এসময় জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com