• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এদেশে আ. লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই: হাবিব

The Wall News.Com
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫
এদেশে আ. লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই: হাবিব

সংবাদ বিজ্ঞপ্তি


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর দেশে কোন সরকার ছিল না, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে সরকারের আবরণে একটি রেজিম দেশবাসীর উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা গুম-খুন করে মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে হরণ করেছিল। তাই তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা সদরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে বিএনপির নেতাকর্মী ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহির সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক।

দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের বক্তব্য রাখেন মঈনুদ্দিন সুহেল, ডা. শফিকুল ইসলাম, হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ মামুন, মাহবুবুল হক চৌধুরী, বদরুল ইসলাম চৌধুরী, মোস্তাক আহমদ, মনিরুজ্জামান উজ্জল, সচিব শাকিল মোর্শেদ, মকসুদ আহমদ মকসুদ প্রমূখ। দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হুমাইয়ুন রশীদ মোহন।

ইফতারের পূর্বমুহূর্তে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, গণতান্ত্রিক আন্দোলনে আহত সকল যোদ্ধাদের সুস্থতা কামনা এবং মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।