• ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্পের সনদপত্র বিতরণ সম্পন্ন

The Wall News.Com
প্রকাশিত মার্চ ২১, ২০২৫
মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্পের সনদপত্র বিতরণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি


মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ‘প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প -২০২৫’ এর সনদপত্র বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ)  ইউনিভার্সিটির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর শেখ আশরাফুর রহমান, রোভার স্কাউট গ্রুপের আরএসএল ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসাইন ও গার্ল-ইন রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং  বিশ্ববিদ্যালয় কর্মকর্তাগণ।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারীতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প – ২০২৫‘ অনুষ্ঠিত হয়। যেখানে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল ও জরুরী পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিভিন্ন বিষয়গুলো উপস্থাপনা করা হয় একই সাথে প্রশিক্ষণও দেওয়া হয়।