• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি

The Wall News.Com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫
মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি

ওয়াল নিউজ ডেস্ক


মানবপাচারের শিকার হওয়া ১৮ বাংলাদেশি দেশে ফিরবেন আজ। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে থাইএয়ারওয়েজ (TG-339) একটি বিমানে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মায়ানমারের ভয়ংকর স্ক্যাম সেন্টারে বন্দি ছিলেন তারা। অবশেষে সেই দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি।

জানা যায়, চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো। আর প্রতিদিন তারা বেঁচে থাকার জন্য লড়াই করতেন।

অবশেষে ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলছে। আজ রাতে তারা মাতৃভূমিতে ফিরবেন।

যারা দেশে ফিরছেন তারা হলেন ওমর ফারুক, রাশেদুল ইসলাম রিফাত, আলিফ ইমরান, মোহাম্মদ রায়হান সুবহান, এস কে আরমান, পাভেল চৌধুরী, মনির হোসেন, ইসমাইল হোসেন, নাজিম উদ্দীন, জহির উদ্দিন, তানভীর আহাম্মেদ রাফি, তাইনুর খলিলুল্লাহ, সায়মন হোসেন আবির, উজ্জ্বল হোসেন, মেহেদী হাসান শান্ত, মোহাম্মদ কায়সার হোসেন, শাহ আলম ও আকাশ আলী।