
ক্রীড়া প্রতিবেদক
দেশ কিংবা দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়মিতই খেলে বাংলাদেশ জাতীয় দল। দেশটির মেয়েদের দলের বিপক্ষেও বাংলাদেশের মেয়েদের সিরিজ হয়েছে। কিন্তু উভয় দেশের ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক দলের মধ্যে লড়াই বিরল। এবার সেই বিরল লড়াই-ই দেখা যাবে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল।
এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুসারে, সিরিজের চারটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অপরটি হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড ‘এ’ দল আগামী ১ মে বাংলাদেশে পা রাখবে। সিরিজের প্রথম একদিনের ম্যাচ সিলেটের মাঠে গড়াবে ৫ মে। একই মাঠে ৭ মে হবে দ্বিতীয় ম্যাচ।
সিলেট স্টেডিয়ামের আউটারে ১০ তারিখে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে লড়বে উভয় দল।
স্টেডিয়ামের মূল মাঠে চারদিনের প্রথম ম্যাচ শুরু হবে ১৪ মে। শেষ ম্যাচ খেলতে ঢাকায় যাবে উভয় দল। সেখানে ২১ মে শুরু হবে ম্যাচটি।
নিউজিল্যান্ড ‘এ’ দলের এই সফর মূলত গেল অক্টোবরে হওয়ার কথা ছিল। তবে দেশের তখনকার পরিস্থিতি বিবেচনায় সফরটি স্থগিত রাখা হয়। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় তারা আসছে।
বাংলাদেশ ‘এ’ দল সর্বশেষ ম্যাচ খেলেছে গত অক্টোবরে শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে। এর প্রায় ৬ মাস পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে নামবে তারা।