
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটের প্রতিটি উপজেলার মানুষ আজ কষ্টে জীবনযাপন করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কোনো ছোঁয়া তারা দেখতে পাননি। বরং দীর্ঘ ১৬ বছর ধরে দেশে লুটপাট ও নৈরাজ্য করে আসছিল, যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এমনকি সাধারণ মানুষকে তাদের ন্যায্য কথা বলার অধিকারও দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদেপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাইনি, যেখানে মানুষ দুঃখ-কষ্টে থাকবে, কথা বলতে পারবে না, ভোটাধিকার থাকবে না। আমরা চাই স্বাধীন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ফিরে আসুক। জনগণ যেন তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে, মত প্রকাশ করতে পারে, ভোট দিতে পারে।
তিনি আরও বলেন, আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে উন্নয়নের সেবক হয়ে চাই, মানুষের সুখে দুঃখে পাশে থেকে আমি কাজ করতে চাই। এই এলাকার মানুষ অসহায় দেখতে চাই না। এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার জনগণ সুন্দর একটি জীবন যাপন, হাসি খুশি দেখতে চাই। রাস্তাঘাট উন্নয়ন করে সুন্দর একটি উপজেলা তৈরি করতে চাই। অবহেলিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এগিয়ে নিতে হলে ধানের শীষের বিকল্প নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে এগিয়ে নিতে হলে ধানের শীষের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন জুলাই-আগস্ট মাসে নিহত শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক খুরশেদ আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ, সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম জুয়েল আহমদ, ও রেজা আহমদ, সুলতান আহমেদ, কামরান আহমদ, আব্বাস প্রমুখ।