
সংবাদ বিজ্ঞপ্তিমে
মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (৯ মার্চ) ইউনিভার্সিটির সভাকক্ষে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি শেখ আশরাফুর রহমান , রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসাইন ও গার্ল-ইন রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তাগণ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের বর্তমান ও সাবেক রোভার স্কাউটদের উপস্থিতিতে পূর্ণতা পায় আয়োজনটি।
ইফতার মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন ‘ক্রু-কাউন্সিল কার্যকরী পরিষদ’র রোভারগণ।
ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা।