• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে জাতীয় নাগরিক পার্টি

The Wall News.Com
প্রকাশিত মার্চ ৪, ২০২৫
মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে জাতীয় নাগরিক পার্টি

ওয়াল নিউজ ডেস্ক


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ আগামীকাল মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আজ সোমবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় এনসিপি নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সকাল ১০টায় তারা রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। দুই কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের পর আগামীকালই দলটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।