
ওয়াল নিউজ ডেস্ক
সমালোচনার মুখে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ.ফ.ম আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে । সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মোহাম্মদ ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।
তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, আমি এই মুহূর্তে তাহিরপুরে আছি। এ বিষয়ে কিছু জানি না।
এ বিষয়ে জানতে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ‘স্যার’ সম্বোধন না করায় পুলিশ সুপারের রুম থেকে গলাধাক্কা দিয়ে গণঅধিকার পরিষদের নেতাদের বের করার হুমকি ও ‘বিএনপির বড় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, আজকে চাকরি ছাড়লে কাল নির্বাচন করতে পারবো’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে বিতর্ক শুরু হয়।
ভাইরাল ভিডিওতে শোনা যায়, এসপি আনোয়ার বলছেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’ একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে গলা ধরে বের করে দিতে বলেন।
এছাড়া চোরাচালান, অবৈধ বালু ব্যবসা, জলমহাল দখল, বদলি বাণিজ্যসহ নানা অবৈধ কর্মকান্ডে সহযোগিতার অভিযোগ ওঠে এই এসপির বিরুদ্ধে।
সোমবার পুলিশ সদর দপ্তরের আদেশে সুনামগঞ্জ ছাড়াও যশোর, নীলফামারী ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর বলেন, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।