
ওয়াল নিউজ ডেস্ক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরেও ভাঙচুর চলতে দেখা গেছে। বাড়ির ভেতর থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। গতরাত থেকেই এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছিল। তবে আজ সকাল সাড়ে ১০টার দিকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়। এরপর মানুষকে হাতুড়ি, শাবল হাতেই বাড়িটিকে ভাঙতে দেখা যায়। খবর ডেইলি স্টারের।
ঘটনাস্থল থেকে ঐ গণমাধ্যমের এক সংবাদদাতা জানান, শেখ মুজিবুর রহমানের তিনতলা বাড়িটির সামনের অংশ প্রায় ভেঙে ফেলা হয়েছে। এখন বাড়িটির পেছনে (উত্তর দিকে) ছয়তলা ভবনটি (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) ভাঙা হচ্ছে। তবে ভবনটি থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা গেছে।
এছাড়া সেখানে আওয়ামী লীগের একাধিক সংগঠনের কার্যালয় ছিল, তাও ভেঙে ফেলা হচ্ছে। ঘটনাস্থলে শত শত মানুষকে দেখা গেলেও ভাঙচুরের কাজটি মূলত করছেন দিনমজুরের মতো লোকেরা।
ভবনের ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন ও কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে। এসময় মাথায় জাতীয় পতাকা বাঁধা এক তরুণকে শেখ রাসেলের ওপর লেখা একটি বই হাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
তিনি বলেন, ‘আমি এটি ভেতরে পেয়েছি। যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। এখন আর তেমন কিছুই নেই।’