• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

The Wall News.Com
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫
সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

ওয়াল নিউজ ডেস্ক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ (জিওপি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে দলের সব সদস্যের অবগতির জন্য জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিওপি এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জিওপির সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকে নির্বাচনে প্রার্থীতা করতে আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সংসদীয় আসন উল্লেখ করে, দলীয় কর্মকান্ডের বিস্তারিত বর্ণনাসমেত আবেদনপত্র কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে উপযুক্ত সময়ে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের নাগরিকগণের মধ্যে যে সকল ব্যক্তি জিওপির মূলনীতিসমূহ (গণতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয়স্বার্থ) ধারণ করেন এবং দলের রাজনৈতিক ভাবাদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকান্ডকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কল্যাণকর হিসেবে বিবেচনা করেন, সে সকল নাগরিকগণও আসন্ন নির্বাচনে জিওপির মনোনয়ন চেয়ে আবেদন করার উপযুক্ত হবেন।

বিজ্ঞপ্তিতে ২ ফেব্রুয়ারি জিওপির উচ্চতর পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।