• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আরটিআই-এইচআরডিসিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

The Wall News.Com
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫
আরটিআই-এইচআরডিসিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


সিলেট শহরের আরটিএমআই-এইচআরডিসিতে সকল ডিপার্টমেন্টের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এবং কর্তৃপক্ষের বিশেষ সহযোগিতায় বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় মঙ্গল ঘট স্থাপন এবং নয়টায় পূজা শুরু হয়ে দশটার দিকে অঞ্জলির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রতিষ্ঠানের সকল ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং সবার উচ্ছাসে প্রাণবন্ত হয় পূজা মন্ডপ, ক্যাম্পাস প্রাঙ্গণ।

দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে দিয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ।