ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে গোলাপগঞ্জের এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপ। ভাষা শহীদদের স্মরণে শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বর্ণমালার মিছিলটি উপজেলা পরিষদের শহীদ মিনারে এসে সমবেত হয়। এতে অংশ নেন এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপসহ অন্যান্য স্কাউট গ্রুপের শতাধিক স্কাউট ও গার্ল-ইন-স্কাউটরা।
শহীদ মিনারে এসে স্কাউটরা সুশৃঙ্খলভাবে নানা কার্যক্রমে অংশ নেয়৷ এর মধ্যে ছিল কবিতা আবৃত্তি ও ভাষার গান পরিবেশনা ও ভাষা শহীদদের সম্মানার্থে নীরব প্রার্থনা।
পরে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মকসুদুর রহমান। স্কাউটার তাওহীদুর রহমান শাহ্’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্কাউট ইউনিট লিডার রাজু আহমদ।
প্রধান আলোচকের বক্তব্যে মকসুদুর রহমান বলেন, ‘ভাষার মাসের সূচনালগ্নে আমরা বণমালার মিছিলের আয়োজন করেছি। যে ভাষাকে সমুন্নত রাখতে ১৯৫২ সালে আত্মাহুতি দিয়েছিলেন ভাষা শহীদেরা, আমরা সে ভাষারই বর্ণমালায় মনের ভাব প্রকাশ করি৷ আজকের এই আয়োজন থেকে আমাদের একটি বার্তাই থাকবে- সর্বস্তরে বাংলা ভাষার চর্চা হোক।’
আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে গোলাপগঞ্জ উপজেলা স্কাউটসের অধীনে যাত্রা শুরু করে এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপ। এরপর থেকে স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে৷ গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি এই গ্রুপের সদস্য হিসেবে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে নিজেদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।