• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল খালিককে সংবর্ধনা

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫
শান্তিগঞ্জে যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল খালিককে সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি


শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে যুক্তরাজ্য বিএনপির সদস্য ও যুক্তরাজ্যের মিডলসেক্স বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিকের স্বদেশে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে পুনর্গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আব্দুল খালিককে এই সংবর্ধনা প্রদান করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে মুক্ত করতে দেশের লাখো কোটি জাতীয়তাবাদী নেতাকর্মীর পাশাপাশি প্রবাসী জাতীয়তা দলের সৈনিকরা দিন-রাত লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। প্রবাসে থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির ঝান্ডা হাতে প্রবাসের যেসকল দেশের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করেছেন তার মধ্যে যুক্তরাজ্য বিএনপি অন্যতম। খুনি হাসিনাকে প্রতিহত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনের আগামীর সংসদ সদস্য প্রার্থী জননেতা কয়ছর এম আহমদের নেতৃত্বে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। আজকের সংবর্ধিত অতিথি আব্দুল খালিক মিয়াও সেই ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম। আমরা দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সদস্য ও যুক্তরাজ্যের মিডলসেক্স বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, উপজেলা বিএনপি নেতা শফিকুর রহমান, ইমরুল কয়েস, কাজি আতিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ সাজন, উপজেলা যুবদল নেতা ইউপি সদস্য আব্দুল বাসির, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ, আল আমিন।

এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন, মহির উদ্দিন, আব্দুল লতিফ, বাবুল, আব্দুল মমিন মনির, নুরুল আমিন, জসিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন, জুনেদ মিয়া, আবুল হোসেন, ইকবাল হোসেন, সিজিল আহমদ রনি, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পুসহ শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।