• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পৃথিবীকে জানতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: সুবিপ্রবি উপাচার্য

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫
পৃথিবীকে জানতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: সুবিপ্রবি উপাচার্য

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি


তারুণ্য উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেছেন, ‘নিজেকে চিন্তাশীল, যৌক্তিক ও কর্মট করে গড়ে তুলতে হবে। পৃথিবীকে জানতে হবে। তবে তার আগে নিজেকে জানা দরকার। নিজেকে জানতে পারলে পৃথিবী জানা সহজ হবে। কখনো ব্যর্থ হবে না। যখনই ব্যর্থ হওয়ার উপক্রম দেখা দেবে মনোবল শক্ত করে আরো দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে হবে। জীবনে সফল হতে হলে ব্যর্থতা থাকতে হবে। ব্যর্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কখনো হাল ছেড়ে দিবে না। নিজের সাথে যুদ্ধ করবে। সফলতা আসবেই। আমি সুনামগঞ্জবাসীকে আপন করে নিতে চাই, আপনারা আমাকে গ্রহণ করুন।’

বুধবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে তারুণ্য উৎসব-২০২৫-এ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। একই সাথে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরে এই অনুষ্ঠান করেছেন তারা।

ড. নিজাম উদ্দিন বলেন, মানুষ সহজে পেশাজীবি হতে পারে কিন্তু ভালো মানুষ হতে পারে না। আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। কোনো কোনো ডাক্তার কখনো কসাই হয়ে যান, কোনো কোনো প্রকৌশলী কখনো চুরও হন। কিন্তু  আমাদেরকে সবার আগে মানুষ হতে হবে। মানুষ হতে পারলেই একজন ভালো ও সফল পেশাজীবি হওয়া সম্ভব। আর ভালো মানুষ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে বেশি করে পড়তে হবে। আমাদের সবাইকে কর্মট হতে হবে। কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। সব ধরণের কাজে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। ব্রেইনকে কাজে লাগাতে হবে। জীবনে ভিন্নতার দরকার আছে। ভালো যা কিছু আছে সবই করো। তবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পড়াশোনাকে।

একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রক্টর ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেখ আবদুল লতিফ, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ মাহমুদ। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালন করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানে শান্তিগঞ্জে স্থানীয় শিল্পীগোষ্ঠী ও সুনামগঞ্জ থেকে আসা শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে তুলেন। উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষ মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।