নিজস্ব প্রতিবেদক
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কালচার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল 'লোকগানের আসরে পিঠার পসরা'। বাঙালিয়ানা ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষক-শিক্ষার্থীদের সরব পদচারণায় মুখর হয় ক্যাম্পাস।
পুরো আয়োজন প্রসঙ্গে কথা হয় কালচার ক্লাবের সভাপতি আংশুমান বর্মণের সাথে। তিনি বলেন, 'লোক সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন।
ক্লাবের সেক্রেটারি তৃষিতা তালুকদার রাত্রী বলেন, 'বাঙালিয়ানার ছোঁয়া পেতে ও দিতে এই আয়োজন করেছি।'
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ জানান, 'কালচার ক্লাবের এমন আয়োজনের পাশে আমরা সবসময় আছি, ভবিষ্যতেও থাকব।'
সহকারী অধ্যাপক মো. আমির হোসেন বলেন, 'এই আয়োজন আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমরা চাই, কালচার ক্লাব শেকড়ের টানে কাজ করুক, আর আমরা সবসময় তাদের সহযোগিতা করবো।'
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি লোকসংগীত ও পিঠাপুলির প্রতি ভালোবাসা সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com