
ওয়াল নিউজ ডেস্ক
ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন। এবার আসছে এই তরুণ গায়কের নতুন গান ‘কুফা’। গানটির জন্য শুভকামনা জানিয়েছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জানা গেছে, পরীমনি গানটি শুনেছেন। তাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেও দিয়েছেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।
আজ বুধবার দিনের যেকোনো সময় প্রকাশিত হবে শেখ সাদীর গাওয়া ‘কুফা’ গানটি। গানটি প্রসঙ্গে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মন্তব্যের ঘরে বেশির ভাগ জানিয়েছেন, তাঁরা গানটি শোনার অপেক্ষায় আছেন।
শেখ সাদী সম্প্রতি পরীমনির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। পরীমনির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদী প্রথম আলোকে বলেন, ‘পরীমনি আমার সহকর্মী। যখন তিনি গণমাধ্যমে পরীমনির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলেন, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখন পরীমনির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আজ আদালতে আত্মসমর্পণ করবেন। এ জন্য আমিও আজ আদালতে আসি। জামিন হওয়ার পর তাঁর আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হলাম।’