• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেড়শর আগে থামল রংপুর, চিটাগংয়ের বেঁচে আশা

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
দেড়শর আগে থামল রংপুর, চিটাগংয়ের বেঁচে আশা

ওয়াল নিউজ ডেস্ক


টানা জয়ের মাঝে থাকা রংপুর রাইডার্স পথ হারিয়ে বসেছে। আগের দুটি ম্যাচ হেরেছে। আজ চিটাগং কিংসের বিপক্ষেও পায়নি বড় সংগ্রহ। ৫ উইকেট হারানোর দিনে রান করতে ধুঁকেছে নুরুল হাসান সোহানের দল। নির্ধারিত ওভার শেষে এসেছে ১৪৩ রানের পুঁজি।

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচটি জিততে ওভারপ্রতি সাতের একটু বেশি করে রান তুলতে হবে চিটাগংকে। এই মুহূর্তে তারা আছে টেবিলের চারে। আজ বাদে আরও দুটি ম্যাচ আছে মোহাম্মদ মিথুনের দলের। এই তিন ম্যাচের কমপক্ষে দুটিতে জিততে হবে, তাহলেই মিলবে শেষ চারের টিকিট।

চিটাগং তাদের প্লে অফের পথ সহজ করতে জয়ের বিকল্প নেই। রংপুরের বিপক্ষে বোলিংয়ে সেই কাজটি ভালোই সামলে দিয়েছেন আলিস আল ইসলামরা। রহস্যজনক স্পিনার খ্যাত আলিস ৪ ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মোটে ১৪ রান। মিতব্যয়ী ছিলেন লঙ্কান বিনুরা ফার্নান্দোও। তিনিও পাননি কোনো উইকেট। ৪৪ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।

আঁটসাটো বোলিংয়ের দিনে রংপুরের কেউ পারেননি হাত খুলে খেলতে। টেবিলের শীর্ষ দলটির দুই ওপেনার হয়েছেন ব্যর্থ। স্টিভেন টেলর ফিরেছেন শূন্য রানে। চোট কাটিয়ে ফেরা সৌম্য এদিনও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ২৩ রান করে।

তিনে নামা সাইফ হাসান এনেছেন ৮ রান। অধিনায়ক নুরুল হয়েছেন ব্যর্থ। রান পাননি ইরফান শুক্কুরও। তবে দলকে টেনে নিয়েছেন পাকিস্তানের তারকা ইফতেখার আহমেদ। তার ৪৭ বলের ৬৫ রান ও মাহেদী হাসানের ২২ রানের ইনিংসে ১৪৩ রান পর্যন্ত আসতে পারে রংপুর।