• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা জামায়াতের সম্মেলন সফলের লক্ষ্যে শান্তিগঞ্জে প্রচার মিছিল

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
সুনামগঞ্জ জেলা জামায়াতের সম্মেলন সফলের লক্ষ্যে শান্তিগঞ্জে প্রচার মিছিল

শান্তিগঞ্জ প্রতিনিধি


আগামী পহেলা ফেব্রুয়ারী সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা জামায়াত। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলনকে সফল করতে এরই মধ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা জামায়াত।

এরই অংশ হিসাবে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারে পৃথক প্রচারণা মিছিল করেছে উপজেলা জামায়াত।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় পাগলা বাজারের প্রধান গলি থেকে একটি মিছিল বের হয়ে গলি প্রদক্ষিণ শেষে পাগলা বাজার বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশে এসে মিলিত হয়। সমাবেশে  বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন।

এরপর বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে প্রচার মিছিল করেন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহ-সম্পাদক আসাদুজ্জামান , শ্রমিক কল্যাণ সম্পাদক মামুন আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের  সভাপতি কাজী নুরুল হক, সাধারণ সম্পাদক মো. হাসান জকি, প্রচার সম্পাদক ফজলে এলাহি শুভ, বায়তুলমাল সম্পাদক অলিউর রহমান, পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামায়াত সভাপতি ক্বারী আলফাজ উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াত সভাপতি কবির হোসেন প্রমূখ।