
নিজস্ব প্রতিবেদক
সেতুর টোল প্লাজায় বাঁশ তুলতে দেরি হওয়ায় ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক সুরমা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমন্বয়করা জানান, পথচারীদের সঙ্গে টোল প্লাজায় কর্মরত ব্যক্তিরা দুর্ব্যবহার করা নিয়ে ঝামেলা হয়েছিল। এসময় তারা সামনে ছিলেন। পরে তারা সেই বিষয়টি সমাধান করেছেন।
জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট-সুনামগঞ্জ দোয়ারাবাজারের সমন্বয়ক নেতারা। অনুষ্ঠান শেষে ছাতক সুরমা সেতুর টোল প্লাজায় বাঁশ তুলতে দেরি হওয়ায় কথা কাটাকাটি করে একপর্যায়ে টোল প্লাজায় ভাঙচুর করে সমন্বয়করা।
তবে বিষয়টি অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিম। তার দাবি, টোল দেওয়া ও বাঁশ তোলা নিয়ে কোনো সমস্যা হয়নি। পথচারীদের সাথে টোল প্লাজায় কর্মরত ব্যক্তিরা দুর্ব্যবহার করায় ঝামেলা হয়েছিল। সে সময় আমরা ঘটনাস্থলে ছিলাম। আমরা বিষয়টি সমাধান করেছি।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, সমন্বয়করা দোয়ারাবাজারে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে টোল প্লাজার বাশ তুলতে দেরি হওয়ায় প্লাজার কর্মরত ব্যক্তিদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে সন্বয়করা টোল প্লাজা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।