• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

লেখক-সাংবাদিক ও সাহিত্য প্রেমীদের সাথে তরু পরিবারের চা চক্র

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
লেখক-সাংবাদিক ও সাহিত্য প্রেমীদের সাথে তরু পরিবারের চা চক্র

নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ


হাওরের আফাল ডিঙে লাউগাঙের (পূর্ব বীরগাঁও ইউনিয়নের উমেদনগর) মানুষের বেঁচে থাকার জীবন্ত গল্প বলছিলেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ও গীতিকবি ইশতিয়াক রূপু। ‘শহুরে যান্ত্রিক মানুষের কাছে গ্রামগুলো বিধবা নারীর মতো গুরুত্বহীন’ বলে আক্ষেপ করেছেন অধ্যাপক এনামুল কবির। হোমিও চিকিৎসক হাজি ডা. শাকিল মুরাদ আফজল সভাপতির বক্তব্যে বললেন, সাহিত্য বেঁচে থাকুক অনাদিকাল। পাগলা বাজার থেকে সাহিত্যের ছোট কাগজ তরু তার কলেবর আরো বাড়িয়ে চলুক ইয়াকুব শাহরিয়ারের হাত ধরে। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম বললেন, সুনামগঞ্জ অঞ্চল লোকসাহিত্যে ভরপুর। সাহিত্যপ্রেমী মানুষের সাথে থাকতে পারাটাও আনন্দের ও গৌরবের।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তরু পরিবারের চা চক্রকে এসব আলোচনার মধ্য দিয়ে প্রাণবন্ত করে তুলেছিলেন তারা। চা চক্র অনুষ্ঠিত হয় পাগলা বাজারে, তরুর কার্যালয়ে। অনুষ্ঠান পরিচালনা করেন তরু সম্পাদক ইয়াকুব শাহরিয়ার।

চা চক্র ও আলোচনায় আরো অংশ নেন দৈনিক সুনামগঞ্জের সময়ের শান্তিগঞ্জ প্রতিনিধি জামিউল ইসলাম তুরান, দৈনিক ইত্তেফাকের  শান্তিগঞ্জ প্রতিনিধি কুহিনূর রহমান নাহিদ, দৈনিক খোলাকাগজের শান্তিগঞ্জ প্রতিনিধি নোহান আরেফিন নেওয়াজ, সাহিত্যপ্রেমী আমিন উদ্দিন, তারেক আহমদ ও শব্দেন নূর আহমদ সাহর। পরবর্তীতে তরু সম্পাদক ইয়াকুব শাহরিয়ারের কৃতজ্ঞতা বক্তব্যের মধ্য দিয়ে চা চক্রের সমাপ্ত হয়।