• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক


সিলেট-তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭শে জানুয়ারি) রাত অনুমান সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের উমনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল আরোহী দুলাল আহমেদ (৪৫) জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত খলিলুর রহমান উরফে মরা ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুর টার্নিং এলাকায় দূর্ঘটনার কবলে পড়েন। পরে দুলাল আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।