
প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক আহত যাত্রীদের নাম ঠিকানা জানা যায়নি।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের সদরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬২৫) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদরপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে আঞ্চলিক মহা সড়কের উত্তর পার্শ্বে দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও শান্তিগঞ্জ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।