• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’র সিলেট শাখার কমিটি গঠন

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’র সিলেট শাখার কমিটি গঠন

ওয়াল নিউজ ডেস্ক


দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর সিলেট শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক বৈঠকে ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

আরটিএমআই নার্সিং কলেজের শিক্ষার্থী মনোয়ার পারভেজকে সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুধীর খীসাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বন্ধুজন-এর সিলেট শাখার সম্মানিত পাঁচজন উপদেষ্টা হলেন এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) নির্বাহী পরিচালক ও সমাজকর্মী লক্ষ্মীকান্ত সিংহ, ব্যবসায়ী শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী লিটন চৌধুরী, খবরের কাগজের সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী এবং খবরের কাগজের সিলেট ব্যুরোর নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি।

নবগঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি মো. জুবায়ের; যুগ্ম সাধারণ সম্পাদক লাবিবা যাহিন হাফসা; সাংগঠনিক সম্পাদক বিশাল দে বৃত্ত; দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ; অর্থ সম্পাদক জয়দেব রায়; মানবসম্পদবিষয়ক সম্পাদক কামরুন্নাহার কলি; নারীবিষয়ক সম্পাদক রুপশ্রী রাণী দাশ; যোগাযোগ ও প্রচার সম্পাদক অর্পিতা রানী দাস; সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক অনুপ্রমা পাল প্রমা; সাংস্কৃতিক সম্পাদক অর্শি রুদ্র পাল; পরিবেশ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অথৈ বিশ্বাস; তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঐশী তুষ্টি দাস; সমাজকল্যাণ সম্পাদক হাবিবা যাহিন লিবা; প্রশিক্ষণ সম্পাদক সাইমা রহমান স্বর্ণা; ক্রীড়া সম্পাদক সুপ্রা রুদ্র পাল; সদস্য নির্বাণ জনি; শিবানী পাল; অঞ্জু পাল; সুকান্ত বিশ্বাস; সুস্মিতা বিশ্বাস এবং তিথি বিশ্বাস।

উল্লেখ্য, খবরের কাগজের সিলেট ব্যুরোর নিজস্ব প্রতিবেদক শাকিলা ববির পরিচালনায় কমিটি ঘোষণা করেন ‘বন্ধুজন’ সিলেটের উপদেষ্টা লক্ষ্মীকান্ত সিং। এ সময় উপস্থিত ছিলেন খবরের কাগজের সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক মামুন হোসেন, পরিবেশকর্মী শাহ সিকান্দার আহমদ শাকির, নারী উদ্যোক্তা শামছুন্নাহার সোমা, ব্যবসায়ী মওদুদ আহমদ।