• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টির বছরের বর্ষসেরা দলে ভারতের ৪ ক্রিকেটার

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
টি-টোয়েন্টির বছরের বর্ষসেরা দলে ভারতের ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক


২০২৪ ছিল রেকর্ড আন্তর্জাতিক টি-টোয়েন্টি বছর। প্রথমবারের মতো এক বছরে হয়েছে ছয়শ’র বেশি (৬৭৩) ম্যাচ। বছরের মাঝামাঝিতে হয়েছে সবচেয়ে বেশি ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন একটি বছরে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ভারতের ৪ ক্রিকেটার।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের চারজন জায়গা পেলেও রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকা দলের একজনও নেই বর্ষসেরা দলে। নেই বাংলাদেশ, নিউজিল্যান্ডের কেউও। তবে একজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।

বিভিন্ন বিভাগে ২০২৪ সালের বর্ষসেরা ঘোষণার অংশ হিসেবে আজ পুরুষ ও নারীদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। বর্ষসেরা পুরুষ দলে ভারত থেকে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। এর মধ্যে রোহিতই বর্ষসেরা দলটির অধিনায়ক।

অন্যদের মধ্যে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, তিনে ইংল্যান্ডের ফিল সল্ট, চারে পাকিস্তানের বাবর আজম, পাঁচে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ছয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা জায়গা পেয়েছেন। বোলিং বিভাগে দুই স্পিনার হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার।

ছেলেদের মতো মেয়েদের টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি খেলোয়াড় ভারতের। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা, উইকেটকিপিংয়ে রিচা ঘোষ ও বোলিংয়ে দীপ্তি শর্মা।

অন্যদের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে লরা ভলভার্ট ও মারিজান কাপ, শ্রীলঙ্কা থেকে চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজ থেকে হিলি ম্যাথুস, ইংল্যান্ড থেকে ন্যাট সিভার-ব্রান্ট, নিউজিল্যান্ডের এমেলিয়া কার, আয়ারল্যান্ড থেকে ওরলা প্রেন্ডারগাস্ট ও পাকিস্তান থেকে সাদিয়া ইকবাল বর্ষদেরা দলে আছেন।

বাংলাদেশের কোনো খেলোয়াড় ছেলে ও মেয়ে কোনো দলেই জায়গা পাননি।