• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ভারতীয় চিনি ও জিরাসহ দুই ছাত্র সমন্বয়ক গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫
ময়মনসিংহে ভারতীয় চিনি ও জিরাসহ দুই ছাত্র সমন্বয়ক গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার বিকালে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান।

গ্রেপ্তার দুই ছাত্র সমন্বয়ক হলেন- জিল্লুর রহমান হৃদয় (২৮) এবং মাসুদ রানা (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুজনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক লাদিব নাহাদি রাহাত বলেন, ‘তারা দু’জনই আমাদের ছাত্র প্রতিনিধি। আন্দোলন আমরা একসঙ্গে করেছি। পরে বিভিন্ন সময় সরকারি-বেসরকারি পর্যায়েও সভায় তারা আমাদের সঙ্গে থেকেছে। তবে কীভাবে তারা এ ঘটনার সঙ্গে যুক্ত হল, সেটা আমার জানা নেই।’