নিজস্ব প্রতিবেদক
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল।
সিলেট নগর শাখার উদ্যোগে মঙ্গলবার (২১জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হবে। এতে বক্তব্য রাখবেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস।
বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মিসবাহ খান।
এদিকে, ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সর্বস্তরের ছাত্র জনতার প্রতি উদ্বাত্ত আহ্বান জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক ও সাধারণ সম্পাদক বুশরা সুহেল।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, 'স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ২১ জানুয়ারি আত্মপ্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার অধিকার আদায়, জাতীয় সম্পদ রক্ষাসহ প্রতিটি গণতান্ত্রিক ও ন্যায্য আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সর্বশেষ জুলাই গনঅভ্যুত্থানেও সামনের কাতারে ছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এই দীর্ঘ যাত্রা ছাত্র,শিক্ষক,অভিভাবকসহ সর্বস্তরের জনগণের ভালবাসা ও সমর্থন পেয়েছি আমরা। তারই ধারাবাহিকতায় আগামীকাল সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সকলের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।'
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com