• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজীপুরের শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ১২

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ১২

ওয়াল নিউজ ডেস্ক


গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার স্যাম্পল রুমে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী, শাহজাহান। এদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুই শ্রমিক গুরুতর আহত ও ১০জন শ্রমিক আহত হন। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে স্থাপন করা বয়লারটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করে। এসময় হয়তো তারা খেয়াল করেনি যে, সেটি পানি নিচ্ছে কিনা। এদিকে পানি না পাওয়ায় বয়লার হিট হতে হতে যখন স্ট্রীম আউট লাইন ছেড়েছে, তখনই বয়লারটি বিস্ফোরণ হয়েছে। পানি ছিল না হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি, তাদের মধ্যে কারো কোন বড় ধরনের ইনজুরি নাই। এদের মধ্য ইয়াছিন আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।