• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তারুণ্যের উৎসব: সিলেটে সিসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
তারুণ্যের উৎসব: সিলেটে সিসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক


তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘নিজের ময়লা নিজে পরিষ্কার করি, পরিচ্ছন্ন নগরী গড়ি’ প্রতিপাদ্যে নগরের মদিনা মার্কেট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায়, শহর সমাজসেবা কার্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাই রাফিন সরকার।

তিনি বলেন, সভ্যতা, শিক্ষা এসব আসলে শুধু বই পড়া বা সার্টিফিকেট অর্জন করার মধ্যে সীমাবদ্ধ না। মানুষের ভালো অভ্যাসই সভ্যতার ও ব্যক্তিত্বের পরিচালক। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য অল্প কয়েকটা ভালো অভ্যাসই যথেষ্ঠ। কয়েকটা ভালো অভ্যাস হলেই মানুষের শরীর, স্বাস্থ্য, জীবন সবকিছু সুন্দর হয়ে যাবে। এর মধ্যে একটি ভালো অভ্যাস হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা। ব্যক্তি পর্যায়ে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা সম্ভব হলে সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা আরো সহজতর হবে। এ জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।

সভা শেষে নগরের মদিনা মর্কেট এলাকা থেকে শুরু করে শাবিপ্রবি গেইট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে অংশ নেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা।

শাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. বায়েজিদ আহম্মেদ, মো. সালমান শাহ ও নাজমুন আরা সুলতানা রিপার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. মাসুদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সমাজসেবী শিউলি আক্তার টুনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলন্টিয়ার মারজিয়া সুলতানা পিংকি।