নিজস্ব প্রতিবেদক
ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সিলেট নগর শাখা।
বুধবার (১৫জানুয়ারি) সন্ধ্যায় সিলেট শহীদ মিনারে অনুষ্ঠিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক ও সাধারণ সম্পাদক বুশরা সুহেল।
বক্তারা বলেন, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র পূর্ব ঘোষিত কর্মসূচিতে উগ্রসাম্প্রদায়িক সংগঠন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ কর্তৃক লাঠি, স্ট্যাম্প দিয়ে হামলা চালায়। এ হামলা বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। মাত্র ৫মাস আগে মতপ্রকাশের স্বাধীনতার জন্য জুলাই অভ্যুত্থান সংঘঠিত হয়েছে। এর পর প্রকাশ্যে এই হামলা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভূলন্ঠিত করে। অভ্যুত্থানের পর থেকে মব ভায়োলেন্সসহ নানান অগণতান্ত্রিক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। যা মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে সরকার। আজকের হামলা এবং পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটি বাদ দেয়া তার আরেকটি উদাহরণ।'
বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সম্মুন্নত রাখতে অভিলম্বে এই হামলা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। একই সাথে মতপ্রকাশের স্বাধীনতা ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com