• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অব্যাহতি পাওয়া এসআইদের ফের অবস্থান কর্মসূচি

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
অব্যাহতি পাওয়া এসআইদের ফের অবস্থান কর্মসূচি

ওয়াল নিউজ ডেস্ক


চাকরি পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের সদস্যরা।

সোমবার সকাল থেকে সচিবালয়ের ১নং গেটের বিপরীতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে ৫ জানুয়ারি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা।

আন্দোলনকারীরা জানান, অব্যাহতি পাওয়া ৩২১ জন সাব-ইন্সপেক্টর ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। তখন একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই আবারও অবস্থান কর্মসূচি পালনে তারা বাধ্য হয়েছেন।

তারা আশা করছেন, আজকের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। তবে, সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।

প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।