বিশ্বনাথ প্রতিনিধি
জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীর সাথে সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার (যায়যায়দিন) সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের (মানবজমিন) পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাসান বিন ফাহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা),সদস্য সালেহ আহমদ সাকি (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), রোহেল উদ্দিন (গণমুক্তি),বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
মতবিনিময় সভায় অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ একাধারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সহ সভাপতি, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক, মাসিক আল-ফারুকের উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com