
তাওহীদুর রহমান শাহ্
চার-ছক্কার ভয়ঙ্কর তুফান তুলতে বিপিএলে এসেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার রাকিম কর্নওয়াল। প্রথম দেখায় তাকে আর যাহোক ক্রিকেট মাঠের কোন মানুষ বলে মনে হওয়ার কোনো কারণ নেই। যেমন লম্বা তেমনি দেখতেও দশাসই। সেখান থেকে ওজনের ব্যাপারে কিছুটা আন্দাজ করা যায়।
চাইলে কোন নাটক সিনেমার দৈত্য চরিত্রে দারুণভাবে মানিয়ে যেতে পারেন তিনি। কিন্তু সেই মানুষটাই খেলছেন ক্রিকেট। ১৪০ কেজি ওজনের এই খেলোয়াড় চারের চেয়ে ছক্কা মারতে বেশি পটু। কর্নওয়াল যদি পূর্ণ শক্তি দিয়ে বল পেটান সেই বলের ঠিকানা নিশ্চিত করে স্টেডিয়ামের বাইরে হবে। এবারের বিপিএলে সিলেটের হয়ে খেলবেন এই দানবীয় ক্রিকেটার।
সিলেট পর্বের শুরুতে মাঠে ঘাম ঝরিয়েছেন রাকিম। যদিও নেটে তেমন কোনো ঝড় তুলতে দেখা যায়নি তাকে। হয়তো সব জমিয়ে রেখেছেন মাঠের জন্য। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশালের হয়ে বিপিএল মাতিয়েছেন কর্নওয়াল। এবার ঠিকানা ভিন্ন। সিলেটে বিদেশি তারকাদের মধ্যে বড় কোনো নাম নেই তবে ব্যালেন্স একটা টিম করেছে এই ফ্রাঞ্জাইজি। ক্যারিবিয়ান এই ক্রিকেটার হতে পারেন সিলেট স্ট্রাইকারসের তুরুপের তাস।
টেকনিক, ট্যাকটিসের পাত্তা না দিয়েই গায়ের জোরে বল সীমানার বাইরে পাঠাতে পারেন রাকিম। টি-টোয়েন্টি রানের খেলা, এমন ক্রিকেটারই তো দরকার। সেই হিসেবে এই ফরমেটের জন্য যুতসই খেলোয়াড় রাকিম কর্নওয়াল।
বিপিএলে তার ব্যাট থেকে বড় বড় ছক্কা দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। তবে সিলেট পর্বের শুরুর ম্যাচটিতেও একাদশে জায়গা হয়নি রাকিব কর্নওয়াল। সে হিসেবে আজকের খেলায় রাকিম কর্নওয়ালকে নিঃসন্দেহে মিস করবে সিলেট স্ট্রাইকার্সের সমর্থকরা।
এবারের বিপিএলে সবচেয়ে বড় বিনোদন হতে পারে রাকিম কর্নওয়াল এর বড় বড় ছক্কা। তিনি কি পারবেন দর্শকদের বিনোদিত করতে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।