তিনি জানান, এস এ খালেক দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এস এ খালেক ঢাকা-১৪ আসন থেকে বিএনপির হয়ে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আগামীকাল দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টা মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের জানাজা অনুষ্ঠিত হবে।
গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে শায়রুল কবির জানান।