• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

ওয়াল নিউজ ডেস্ক


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪০ দিন নামাজ জামাতে পড়ায় ২৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুল সালাম মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন প্রমূখ।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. আকিব উদ্দিন বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

উদ্যোগটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন  বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ২৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেক গ্রামে নেয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে।