• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫
৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক


সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটের সময় এই ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দুরে মিয়ানমারের একটি স্থানে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। সিলেট ছাড়াও রাজধানী ঢাকা ও উত্তর-পূর্বাঞ্চলের আশেপাশের অনেক এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পের কারণে সিলেটের বিভিন্ন এলাকায় মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ২ জুন সিলেটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সেটিরও উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। যা ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দূরত্বে ছিল। একই বছরের ২৯ মে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সিলেট। সেসময়ও ভূ-কম্পনেরও উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার।