• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৪৭ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪
৪৭ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

ওয়াল নিউজ ডেস্ক


ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীত স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহিদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহিদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।

শফিকুল আলম আরও জানান, যে অনুদান দেওয়া হয়েছে- এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পাশে সর্বদা থাকার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বৈরাচারমুক্ত করতে তাদের আত্মত্যাগকে আমরা সবসময় মনে রাখতে চাই।’

প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।