
ওয়াল নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ও তার মিত্রদের দুর্নীতি ও অর্থপাচারের প্রমাণ লোপাটের জন্য পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে।’
শনিবার রংপুরের মিঠাপুকুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী দাবি করেন, ‘আওয়ামী লীগের শাসনামলে বড় ধরনের দুর্নীতি ও আর্থিক অব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দলিল ধামাচাপা দেওয়ার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আগুন দেওয়া হয়েছে।’
সচিবালয়ে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে তিনি বলেন, ‘বড় অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত একজন গুরুত্বপূর্ণ মুখ্য সচিবের ফাইলসহ ব্যাপক দুর্নীতির চিহ্ন মুছে ফেলার জন্য এটি একটি সুপরিকল্পিত কাজ।’
রিজভী অভিযোগ করেন, ‘অগ্নিকাণ্ডে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ, অর্থপাচার ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অনিয়মের প্রমাণসহ পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস হয়ে গেছে। তার অভিযোগ, যে ফাইলগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে এক মুখ্য সচিবের আর্থিক অপরাধের অভিযোগ। তাদের অপকর্মের তথ্য যাতে কখনো সামনে না আসে তা নিশ্চিত করতে বিগত সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ এটি।’