ওয়াল নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা যেন একাত্তরকে ভুলে না যাই, ১৯৭১ সাল এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যেন এই যে ধারাবাহিক গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, লড়াই, একাত্তরের পর থেকে সেই সংগ্রাম প্রত্যেকের মনে রাখা দরকার।'
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে, সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গা তো... প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার এই যে, প্রশাসন... গভর্নমেন্ট ম্যাশিনারি, সেই গভর্নমেন্ট ম্যাশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে। এতটুকু পরিবর্তন হয়নি।চ
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 'সংলাপ অধিবেশন ১: ঐক্য কোন পথে' শীর্ষক এই জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, 'সাড়ে ১৫ বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে... একদিনে, দুইদিনে বা চার মাসে সেটা নিরসন সম্ভব নয়। এটার জন্য সমর্থন লাগবে, জনগণের প্রেসার লাগবে।'
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com